ঢাকা (রাত ১০:০৪) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মাদারীপুর ও শিবচর পৌরসভার নৌকার মাঝি হলেন খা‌লিদ হো‌সেন ইয়াদ ও আওলাদ হো‌সেন খান

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock রবিবার রাত ০২:০৯, ৩১ জানুয়ারী, ২০২১

মাদারীপুর পৌরসভায় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন দু’বার নির্বাচিত মেয়র ও মাদারীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালিদ হোসেন ইয়াদ। অন্যদিকে একই দফা নির্বাচনে শিবচর পৌরসভায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন দু’বার নির্বাচিত মেয়র মো. আওলাদ হোসেন খান।পঞ্চম দফা পৌরসভা নির্বাচনে এই খবরে মাদারীপুর জেলা শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন সভায় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই মনোনয়ন দেয়া হয়। দলীয় মনোনয়ন দেওয়ার খবরে মাদারীপুর জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এসময় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বাবু শরীফ, সহ-দপ্তর সম্পাদক ফোরকান মুন্সি, পৌর আওয়ামীলীগের সভাপতি আকবর হোসেন, জেলা যুবলীগের সভাপতি আতাহার সর্দার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজীত হাওলাদার প্রমুখ। পরে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

মো. খালিদ হোসেন ইয়াদ পর পর দুই বার মাদারীপুর পৌরসভায় মেয়র হিসেবে কাজ করছেন। তার সময়ে মাদারীপুর পৌর শহরে রাস্তা-ঘাট, ব্রীজ, কালর্ভাটসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি মাদারীপুর জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ছোট ভাই।

অন্যদিকে আওলাদ হোসেন খান দীর্ঘ দিন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি শিবচর উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও চীফ হুইপ নূর-ই-আলম লিটন চৌধুরীর আস্থাভাজন হিসেবে শিবচরবাসির কাছে পরিচিত।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT