ঢাকা (রাত ২:১৪) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মাদারীপুরের পুরান বাজারে পাঁচটি দোকানে অগ্নিকাণ্ড

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock বৃহস্পতিবার রাত ১০:২৩, ২৬ আগস্ট, ২০২১

মাদারীপুরের পুরান বাজারে সেতু কম্পিউটার, খগেন মিস্টান্ন ভান্ডার, মনিকা ট্রেডার্স, সিদ্দিক স্টোর, মঈন সু স্টোরসহ মোট পাঁচটি দোকান অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ করে দোকানের মধ্যে থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়ায় পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়।

আগুনের খবর ছড়িয়ে পড়লে মাদারীপুর বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিলন ভূঁইয়াসহ স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর ফায়ার ব্রিগেড এর দুটি ইউনিট পর্যায়ক্রমে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

উৎসুক জনতার ভিড়ের কারণে ফায়ার ব্রিগেডের কর্মীদের কাজ করতে অনেকটা হিমশিম খেতে হয়েছে। এসময় স্থানীয় ব্যবসায়ীরা ও পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করেন।

সেতু কম্পিউটার, খগেন মিষ্টান্ন ভান্ডার ও মনিকা ট্রেডার্সের ক্ষতির পরিমাণ বেশি হয় বলে জানা যায়। এছাড়াও সিদ্দিক স্টোর ও মাহিন সুজ পানিতে ভিজে ব্যাপক ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।

আগুন লাগার ফলে দোকানগুলোতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে জানাতে পারেন নি।

পুরান বাজার এলাকায় আগুন লাগার ফলে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে বেঁচে থাকার জন্য পুরান বাজার এলাকায় ফায়ার ব্রিগেডের একটি সাবস্টেশন করার জন্য পুরানবাজার ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল। এটি বাস্তবায়নে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন সাধারণ ব্যবসায়ী মহল।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT