ঢাকা (সকাল ৮:২২) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজসেবক সাইফুল ইসলাম

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শুক্রবার রাত ১০:৫৮, ১ নভেম্বর, ২০২৪

মুসলিম উম্মাহর প্রার্থনার স্থান আল্লাহর ঘর বা মসজিদের গুরুত্বারোপ করে সুরা বাকারার ২৭/২৮ নং আয়াতে বলা হয়েছে, ”

আর স্মরণ করো, যখন ইবরাহীম ও ইসমাঈল কাবার ভিতগুলো ওঠাচ্ছিল এবং বলছিল, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। হে আমাদের রব, আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান। আর আমাদেরকে আমাদের ইবাদাতের বিধি-বিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি ক্ষমাশীল।

 

একই সুরার ১৮ নং আয়াতে আরও বলা হয়েছে,

তারাই আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে, নামাজ কায়েম করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায়, তারা হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।

মহাগ্রন্থ আল-কোরআনের মসজিদের গুরুত্বারোপ করে আরও অনেক আয়াত নাজিল হয়েছে।

এ ছাড়াও আমাদের নবি হযরত মুহাম্মদ (সা.), মসজিদ নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের তাগিদ দিয়েছেন,” বোখারী শরীফের রেফারেন্সে বলা হয়েছে,” যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন। ”

অপর এক হাদিসে বলা হয়েছে,

“মসজিদ নির্মাণ এমন একটি পুণ্যময় কাজ, যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। যত দিন সেই মসজিদে আল্লাহর ইবাদত হবে, তত দিন নির্মাণকারী এর সওয়াব পেতে থাকে।”

 

মসজিদের গুরত্ব ও ফজিলতের বিষয়ে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম লিখেছেন ”

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।

আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে,পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে।গোর-আজাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই।”

 

এমন বাণী বুকে ধারন করে মুসলিম উম্মাহ সমগ্র দুনিয়াজুড়ে মসজিদের আবাদ করে চলছেন। এরই অংশ হিসেবে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও ” সর্দার বাড়ি বাইতুল আকসা কেন্দ্রীয় জামে মসজিদের” নতুন ভবনের কাজ উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।

 

এই গ্রামের অতী প্রাচীনতম এই মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন ও নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন— এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো.সাইফুল ইসলাম প্রধান।

 

এর আগে শুক্রবার (১ই নভেম্বর) বিকালে এ মসজিদের নতুন ভবন নির্মাণপূর্বক অনুষ্ঠানে এলাকার শান্তি ও সুন্দর সমাজ বিনির্মাণে এক আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এতে মসজিদ কমিটির সভাপতি এসএম মহসিন সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন—

এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো.সাইফুল ইসলাম প্রধান।

 

এছাড়াও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের মধ্যে আরও বক্তব্য রাখেন— বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইব্রাহিম, নরুল হক মাষ্টার, সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন, বর্তমান ইউপি সদস্য মতিউর রহমান মতি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সমাজসেবক আব্দুল কাদির প্রধান, রাশেদুল এহসান, খাজা হোসেন, এনামুল হকসহ স্থানীয়রা।

 

ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন—এই গ্রামের কৃতী সন্তান সমাজকল্যাণ কর্মকর্তা ডেপুটি ডাইরেক্টর মাইনউদ্দিন সরকার।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন—সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT