বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রীধারী তরুণের স্বপ্ন পুড়ল বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে
ওবায়দুর রহমান, গৌরীপুর, ময়মনসিংহ বুধবার রাত ১১:২৪, ১০ ফেব্রুয়ারী, ২০২১
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গাজীপুরে ময়মনসিংহের সর্ববৃহৎ মাছের বাজারে মঙ্গলবার (৯ফেব্রুয়াারি) গভীররাতে এ অগ্নিকান্ড ঘটে।
এ অগ্নিকান্ডে ৭টি দোকানে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ভস্মিভূত হয়। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট টিম প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মোঃ জয়নাল আবেদিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে বিপুল মিয়া, হাতেম আলী, বরকত আলী, রূপচান মিয়া, খেজমত আলীর মাছের আড়ৎ ও ফজলু মিয়ার বরফকল ভস্মিভূত হয়ে যায়।
এছাড়াও আবু বক্কর সিদ্দিকের পুত্র বরকত উল্লাহ মঙ্গলবার বিকালে মেসার্স মা এন্টারপ্রাইজ নামের একটি দোকানের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রীধারী আত্মকর্মসংস্থানের জন্য ব্র্যাক ব্যাংক থেকে ২লাখ টাকা ঋণ ও নিজস্ব অর্থায়নে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নের শুরু করেছিলেন। এ বিষয়ে তিনি বলেন, আগুন আমার প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নকে কেড়ে নিয়েছে।