ভোলায় মাস্ক না পরায় ২৬ জনকে ৪২ হাজার টাকা জরিমানা
কামরুজ্জামান শাহীন,ভোলা শুক্রবার রাত ১০:৩২, ১৩ নভেম্বর, ২০২০
ভোলার চরফ্যাশন উপজেলায় করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম, সামাজিক দূরত্ব মেনে না চলা ও মাস্ক না পরার অপরাধে ২৬ জনকে ৪২ হাজার ১শত টাকা অর্থদণ্ড- প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চরফ্যাশন শহরের মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালত এ অর্থদ- প্রদান করেছেন। দন্ডিত ২৬ জনের মধ্যে চরফ্যাশন বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারন জনতা রয়েছেন। সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন ২৬ জনকে অর্থদণ্ড সত্যতা নিশ্চিত করে জানান, করোনায় আক্রান্তের সংখ্যা না কমলেও স্বাস্থ্য বিধি মানার প্রবণতা একেবারেই কমে গেছে। আসছে শীত মৌসুমে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে তাই করোনাভাইরাসের বিস্তার বন্ধে, নিজে এবং পরিবারকে সুস্থ রাখতে সকলকে মাস্ক ব্যবহার করতে হবে।