ঢাকা (সন্ধ্যা ৬:৩৮) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় গাঁজা ও ফেন্সিডিলসহ দুই যুবক আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock রবিবার সন্ধ্যা ০৬:১৫, ২০ ফেব্রুয়ারী, ২০২২

ভোলা সদর উপজেলায় ২ কেজি ৯ শত গ্রাম গাঁজা ও ৮৮ বোতল ফেন্সিডিলসহ সাব্বির হোসেন (২৪) ও সাকিল (২৩) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা আন্ত:জেলা মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী বলে পুলিশ জানিয়েছেন।

রোববার (২০ ফেব্রুয়ারী) ভোরে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত সাব্বির হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার উজিরপুর ইউনিয়নের কুমারডোগা গ্রামের আব্দুর রসিদের ছেলে ও সাকিল একই এলাকার জাকির হোসেনের ছেলে।

ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে সাব্বির ও সাকিল নামে দুই যুবককে ২ কেজি ৯ শত গ্রাম গাঁজা ও ৮৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT