ঢাকা (রাত ৯:৫৩) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলার শশীভূষণে ১৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock বুধবার রাত ০২:৩৪, ১৪ অক্টোবর, ২০২০

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় ১৫০পিচ ইয়াবাসহ মো. হাচনাইন (২৫) ও মো. বেল্লাল হোসেন (২২) নামের দুই যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)

মঙ্গলবার(১৩অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ওমরাবাজ ৬নং ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. হাচনাইন জাহানপুর ইউনিয়নের ওমরাবাজ ৫ নং ওয়ার্ডের আঃ গফুরের ছেলে ও মো. বেল্লাল হোসেন একই ইউনিয়নের চরফকিরা ৫নং ওয়ার্ডের মজির উদ্দিন টিপুর ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) (নিঃ) মো. মাজহারুল ইসলাম, এস আই (নিঃ) কাজী আল আমীন ও সংগীয় ফোর্স নিয়ে শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ওমরাবাজ ৬নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. হাচনাইন ও বেল্লাল হোসেন নামের দুই যুবককে ১৫০ পিচ ইয়াবাসহ আটক করেন।

শশীভূষণ থানার অফিসার ইন চার্জ(ওসি) মো. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে শশীভূষণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

 

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT