ঢাকা (বিকাল ৪:০৯) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলার লালমোহনে দুর্ধর্ষ চোর বাবুল আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock বৃহস্পতিবার রাত ০১:১২, ১ সেপ্টেম্বর, ২০২২

ভোলার লালমোহনে দুর্ধর্ষ পেশাদার চোর মো. বাবুল সওদাগর (৪৫)-কে আটক করেছেন পুলিশ। তার নেশা ও পেশা কেবল চুরি-ডাকাতি করা। এসব চুরি ও ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে লালমোহন, রামগতি, সুবর্ণচর ও চর জব্বারসহ ৬টি থানায় মোট ৮টি মামলা রয়েছে। এর মধ্যে ৪টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাজারী করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। আটকৃত বাবুল সওদাগর উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত মো. ছিদ্দিকের ছেলে।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বাবুল লালমোহনে অবস্থান করছে শুনে; মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে; তাকে আটক করতে সক্ষম হই।

তিনি বলেন, ডাকাতি করাই ছিল বাবুলের নেশা ও পেশা। সে নোয়াখালী ও ভোলার দক্ষিণ আইচা এলাকায় দুইটি বিয়ে করেছে। দুই সংসারে বাবুলের মোট ৮ জন সন্তান রয়েছে। বুধবার দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT