ঢাকা (ভোর ৫:২১) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock বুধবার রাত ১১:৪৭, ৭ এপ্রিল, ২০২১

ভোলার মনপুরার মেঘনা নদী অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

ধারনা করা হচ্ছে লাশটি ঢাকার নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে দূর্ঘটনা কবলিত লঞ্চের যাত্রী হতে পারে। তবে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার রামনেওয়াজ ঘাট সংলগ্ন মেঘনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশের একটি দল গিয়ে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।

মনপুরা থানার (ওসি) তদন্ত আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি ঢাকার নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে দূর্ঘটনা কবলিত লঞ্চের যাত্রী হতে পারে, তবে তার নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT