ঢাকা (সকাল ৯:১৬) শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
শিরোনাম

ভোলার চরফ্যাসনে খালের দু’পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু



কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসন বাজার খালের দু’পাড়ে গড়ে উঠা অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

সোমবার সকাল ১০টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে এই খালটি উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, খাল নদীকে জীবন্ত সত্বা ঘোষণা করায় পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা অনুযায়ী খালটির দু’পাড় অবৈধ দখল করে নির্মিানাধীন স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়েছে। অভিযানের প্রথম দিনে চরফ্যাসন বাজার খালের লঞ্চঘাট খাল নামে পরিচিতি এর দু’পাড়ে গড়ে উঠা ৭টি স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।

পর্যায়ক্রমে খালটির দু’পাড়ে দখল করে গড়ে উঠা ২০টি স্থাপনা উচ্ছেদ করা হবে।

উচ্ছেদ অভিযানে সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাড়াও পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT