ভিজিডির চাল কেনায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে দন্ড
মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) মঙ্গলবার রাত ১০:২৭, ২৫ আগস্ট, ২০২০
২৫ আগষ্ট ২০২০খ্রিঃ বগুড়ার আদমদীঘিতে সরকার প্রদত্ত ভিজিডি‘র চাল কেনার অপরাধে আনোয়ার হোসেন (৩৫) নামের এক চাল ব্যবসায়ীর পাঁচ হাজার টাকা অর্থদন্ড ও কেনা ১২০ কেজি চাল জব্দ করেছেন ভ্রম্যমান আদালত। অর্থদন্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন উপজেলার ডালম্বা গ্রামের ছায়েদ আলীর ছেলে।
সোমবার দুপুরে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড ও চাল জব্দ করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক। ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, সোমবার সকাল থেকে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের আওতায় সরকারী বরাদ্দকৃত ৩৬৩জন দরিদ্র কার্ডধারিদের মাঝে ৩০ কেজি করে ভিজিডি‘র চাল বিতরণ শুরু করা হয়। দুপুরে চাল ব্যবসায়ী আনোয়ার হোসেন কার্ডধারিদের নিকট থেকে সরকারি চাল কিনছিলেন।
এমন সংবাদের ভিক্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ চালসহ ওই ব্যবসায়ীকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করেন। গত মাসেও এই ইউনিয়ন পরিষদে সরকারি চাল কেনার অপরাধে বাচ্চু নামের এক চাল ব্যবসায়ীকে এক মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।