ঢাকা (রাত ৩:৪৭) রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভালো কাজের স্বীকৃতি পেলেন মহেশখালী থানার এএসপি ওসি সহ ৬ পুলিশ অফিসার

শফিউল আলম,কক্সবাজার শফিউল আলম,কক্সবাজার Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:২৬, ৮ জুলাই, ২০২১

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে ভাল কাজের স্কীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) জাহিদুল ইসলাম, মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল, এসআই আল আমিন, এসআই মো জহির উদ্দিন,ও এএসআই মো. আকবর আলী।

বুধবার (৭ জুলাই) কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করে তাদের এ পুরস্কার দেয়া হয়।

পুরস্কার পেয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাই জানান, জেলার সুযোগ্য পুলিশ সুপার কর্তৃক শ্রেষ্ঠ পুরস্কারে আমাকে মনোনীত হওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অর্জন আমার একার নয়। আমার থানার সকল পুলিশ কর্মকর্তার আন্তরিকতার ফসল।

সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, সরকারের জিরো টলারেন্স নীতির সঙ্গে একসাথে কাজ করে মাদক সন্ত্রাস এর বিরুদ্ধে অভিযান চালিয়ে সমাজ ও মানুষের কাজ করতে পেরে থানা টিম এই পুরুষ্কার অর্জন করেছেন তাদের দায়িত্বশীল কর্মকান্ডে আমি এই পুরস্কার পেয়েছি।থানার সকল পুলিশ কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT