ভারতীয় কোন ক্লাবের অধিনায়কত্ব করে ইতিহাস গড়েছেন বাংলার ফুটবলের পোস্টার বয়
ক্রীড়া প্রতিবেদক বুধবার রাত ০২:২১, ১৭ মার্চ, ২০২১
চার্চিল ব্রাদার্সের বিপক্ষে আজকের ম্যাচ দিয়েই শেষ হলো জামাল ভূঁইয়ার কলকাতা মোহামেডান মিশন। নেপালে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য বাংলাদেশ অধিনায়ককে ছেড়ে দিচ্ছে কলকাতা মোহামেডান। বিদায়ী ম্যাচটিতে জামালকে অধিনায়কত্ব দিয়ে সম্মানিত করেছে কলকাতা মোহামেডান। আর তাতেই ভারতের মাটিতে ভারতীয় কোন ক্লাবের অধিনায়কত্ব করে ইতিহাস গড়েছেন বাংলার ফুটবলের পোস্টার বয়।
প্লে-অফের ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিপক্ষে অধিনায়কত্বের ম্যাচে বাজিমাৎ করেছেন জামাল। বিদায়ী ম্যাচটিতে দলকে জিতিয়েছেন ৪-১ গোলে। যেখানে দুই গোলে অবদানও রেখেছেন তিনি।
ম্যাচে জামাল ভূঁইয়া দলের প্রথম গোল করিয়েছেন হিরা মন্ডলকে দিয়ে ১৬ মিনিটে এবং ৮৬ মিনিটে তৃতীয় গোল করিয়েছেন পেড্রো মানজিকে দিয়ে। আরো দুই গোল করে হ্যাটট্রিক করেন পেড্রো মানজি।
অধিনায়কত্ব করে ভারতের মাটিতে দারুণ এক ইতিহাসের সাক্ষী হয়েছেন জামাল। ভারতীয় কোনো ফুটবল দলকে নেতৃত্ব দেয়া বাংলাদেশের দ্বিতীয় অধিনায়ক তিনি। এর আগে নব্বইয়ের দশকে ইস্ট বেঙ্গলকে নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত মোনেম মুন্না।
উল্লেখ্য, সবমিলিয়ে জামাল আই লিগে এবার কলকাতা মোহামেডানের হয়ে ১৩ ম্যাচের মধ্যে ১২টিই খেলেছেন। ইনজুরির কারণে একটি ম্যাচ খেলতে পারেননি। মাঠের পারফরম্যান্সের সাথে মাঠের বইরের আচরণ দিয়ে সবার হৃদয় কেড়েছেন বাংলাদেশ অধিকার। গতকাল সংবাদ সম্মেলনে সে কথা জানিয়েছিলেন কলকাতা মোহামেডান কোচ। বলেছিলেন মিস করার কথাও৷ তবে শেষ ম্যাচে জামালের পারফরম্যান্সে কারণে হয়ত আরো বেশি জামালকে মিস করবে কলকাতা মোহামেডান।