বড়লেখায় মোবাইল কোর্ট পরিচালনা-মাস্ক বিতরণ ও অর্থদণ্ড আদায়
ইবাদুর রহমান জাকির,সিলেট রবিবার সন্ধ্যা ০৭:৪৮, ২২ নভেম্বর, ২০২০
শীতকাল আগমনের শুরুতেই কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউ এর কারণে করােনা ভাইরাসে আক্রান্ত রােগী সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরােধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্য বিধি নিশ্চিতকল্পে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মহােদয়ের নির্দেশক্রমে(২২নভেম্বর) সারা জেলায় এক যােগে মােবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বড়লেখা উপজেলায় আজ উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মােঃ শামীম আল ইমরান ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরার নেতৃত্বে দুইটি মােবাইল কোর্ট পরিচালনা করা হয়। দুটি মােবাইল কোর্টে ৩৮ টি মামলায় ৭৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় জনগণের মধ্যে মাস্কও বিতরণ করা হয়। বড়লেখা থানার সেকেন্ড অফিসার এস আই প্রভাকর রায়ের নেতৃত্বাধীন বড়লেখা থানা পুলিশ মােবাইল কোর্ট কে সর্বাত্মক সহযােগিতা প্রদান করেন।