ঢাকা (সন্ধ্যা ৭:৪৮) বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ ইং

বড়লেখায় পরগনাহী দৌলতপুর মাদ্রাসার ৭১তম মাহফিল

<script>” title=”<script>


<script>

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান দ্বীনি পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার ৭১তম বার্ষিক ওয়াজ মাহফিলের ৮ ফেব্রুয়ারী রোজ সোমবার একদিনের সফরে বড়লেখায় যাচ্ছেন আলোচিত বক্তা মুফতি আমির হামজা।

আয়োজক তথ্য সুত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে আগামী ৮ ফেব্রুয়ারী দিন ব্যাপি ওয়াজ মাহফিলের সোমবার রাত ৯ টা ৩০ মিনিটে মুফতি আমির হামজা প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন।

ঐ দিন সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদ্রাসা মাঠে মহিলা সমাবেশে বয়ান পেশ করবেন মাওলানা মুফতি আমির হামজা। বেলা ২ টা থেকে শুরু হওয়া মাহফিলে বয়ান পেশ করবেন।

(বাদ জোহর) মাওলানা সাদিকুর রহমান আল আজহারী (ঢাকা), বাদ মাগরিব মাওলানা সিফাত হাসান( ঢাকা),রাত ৮ টায় মাওলানা হোসাইন আহমদ মাহফুজ (চুয়াডাঙ্গা),মাওলানা আব্দুল মতিন শাহবাগী,মাওলানা সাদিক সিকান্দার সিলেট, মাওলানা কাজী আব্দুর রহমান (চান্দগ্রামী), মাওলানা কমর উদ্দীন (দৌলতপুরী)।

এদিকে, জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাদ এশা মাদ্রসার হিফজ শাখার সদ্য হিফজ সম্পন্নকারী পাচঁ জন হাফেজকে পাগড়ী প্রদান করা হবে। আখেরী মোনাজাত পরিচালনা করবেন পীরে কামিল হাফেজ আব্দুল গফফার রায়পুরী।  ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আনোয়ার হোসাইন আল আজাদ।

মাদ্রাসার এডহক কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন জানান,চলছে মাঠ প্রস্তুতি ও প্যান্ডেলের কাজ।সবাইকে সামাজিক দুরত্ব বজায় এবং মাস্ক পরে আসার আহবান জানান।

মাদ্রাসা এডহক কমিটি ও আয়োজক কমিটির সদস্য এমরানুল হক বাবু জানান,মাহফিল উপলক্ষে বড়লেখা ও পার্শবর্তী বিয়ানীবাজার উপজেলায় প্রচারনা মাইকিং শুরু হয়েছে। মাহফিলকে ঘিরে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা হয়েছে।বিভিন্ন প্রান্ত থেকেও মুসল্লিরা আসার জন্য যোগাযোগ করছেন। ইতিপূর্বে ব্যানার, ফেস্টুন, তোরণ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

এ ওয়াজ-মাহফিলকে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT