ঢাকা (বিকাল ৩:৪৭) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বড়লেখার উত্তর পকুয়ায় লক ডাউনকৃত অসহায় লোকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার রাত ০৯:০৯, ১ এপ্রিল, ২০২০

ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অঘোষিত লকডাউনের কারণে অসহা দরিদ্র পিড়িত মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষে, সবার সুখে হাসবো আমি কাদবো সবার দুঃখে এই স্লোগান কে সামনে রেখে, উত্তর পকুয়া যুব সমাজের উদ্যোগে যুবসমাজের দাতা সদস্য আমেরিকা প্রবাসী জহির উদ্দীনের আর্থিক সহায়তায় আজ১/৪/২০২০ইং রোজ বুধবার দুপুরে১২ঘটিকার সময, শতাধিক পরিবারের মধ্যে ৯কেজি চাল, ৪কেজি আলু, ২কেজি ডাল ও ৫ কেজি পিয়াজ,ও দুই লিটার সয়াবিন, ১ কেজি লবন, বাড়ি বাড়ি নিয়ে পৌছে দেয় উত্তর পকুয়া যুবসমাজের সদস্যরা। বিতরণের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন উত্তর পকুয়া যুব সমাজের উপদেষ্টা উপজেলার ৩নং নিজ বাহাদুর পুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা জনাব, রফিক উদ্দীন (পংকি), মোঃআজির উদ্দীন, আজাদ আহমদ ও ডাঃ নাজিম উদ্দীন, ফ্রান্স প্রবাসী খয়রুল ইসলাম এবং উত্তর পকুয়া যুব সমাজে সভাপতি হারুন রশিদ সেক্রেটারী মাওঃআব্দুন নূর, ও সময়চিত্র পত্রিকা বড়লেখা উপজেলা প্রতিনিধি সাংবাদিক ছাদেক আহমদ সহ যুবসমাজের সদস্যবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT