ঢাকা (দুপুর ২:১৭) রবিবার, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বৈশাখের গান

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০১:৪১, ১৪ এপ্রিল, ২০২১

বাঙালির বৈশাখ 

মোঃ বুলবুল হোসেন 

কোলাহল মুক্ত নিঃশব্দ রাত

হয়তো শেষ ট্রেনটাও কিছুক্ষণ আগে

ছেড়ে দিয়েছে।

পৃথিবীর সকল জীব ঘুমে অচেতন।

 

ভোর হতে কিছু সময় বাকি

পাখিদের গুনগুন গানে তালে

কেটেছে সকল আঁধার।

 

কিছুক্ষণ পরেই উদয় হবে নতুন সূর্য,

তুমি এলে বাঙালির মাঝে নববর্ষ।

 

গ্রীস্মের ফলে মেতেছে দেশ

 হৃদয় করেছে স্পর্শ।

 

পুরাতন কে মুছে ফেলে

নতুন কে নিয়ে স্বপ্ন।

 

বৈশাখেতে ধান পেকেছে

 কৃষকের মনে দিবাস্বপ্ন।

 

তোমাকে নিয়ে কোটি মানুষের স্বপ্নের

আকাশে বিজয়ের উল্লাস।

 

বৈশাখে তুমি ফিরে এসেছো জননীর

মুখে হাসির ছন্দে।

 

বৈশাখ তুমি শান্ত থেকো শান্তি সবার মনে,

বারে বারে আসবে গ্রীস্মের ফুলের বরণে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT