বৈশাখের গান
নিজস্ব প্রতিনিধি বুধবার রাত ০১:৪১, ১৪ এপ্রিল, ২০২১
বাঙালির বৈশাখ
মোঃ বুলবুল হোসেন
কোলাহল মুক্ত নিঃশব্দ রাত
হয়তো শেষ ট্রেনটাও কিছুক্ষণ আগে
ছেড়ে দিয়েছে।
পৃথিবীর সকল জীব ঘুমে অচেতন।
ভোর হতে কিছু সময় বাকি
পাখিদের গুনগুন গানে তালে
কেটেছে সকল আঁধার।
কিছুক্ষণ পরেই উদয় হবে নতুন সূর্য,
তুমি এলে বাঙালির মাঝে নববর্ষ।
গ্রীস্মের ফলে মেতেছে দেশ
হৃদয় করেছে স্পর্শ।
পুরাতন কে মুছে ফেলে
নতুন কে নিয়ে স্বপ্ন।
বৈশাখেতে ধান পেকেছে
কৃষকের মনে দিবাস্বপ্ন।
তোমাকে নিয়ে কোটি মানুষের স্বপ্নের
আকাশে বিজয়ের উল্লাস।
বৈশাখে তুমি ফিরে এসেছো জননীর
মুখে হাসির ছন্দে।
বৈশাখ তুমি শান্ত থেকো শান্তি সবার মনে,
বারে বারে আসবে গ্রীস্মের ফুলের বরণে।