ঢাকা (দুপুর ১২:১০) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের

মোঃইবাদুর রহমান জাকির মোঃইবাদুর রহমান জাকির Clock রবিবার ১২:১৮, ৪ সেপ্টেম্বর, ২০২২

সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলায়; সিএনজি অটোরিকশা ও পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের রাণাপিং মিনা সেন্টারের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। হতাহত যাত্রিদের সবাই অটোরিকশার যাত্রি ছিলেন।

এ ঘটনায় আহত এক যাত্রিকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত ৩ জনের মধ্যে একজনের নাম লুৎফুর রহমান (৬৫)। তিনি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সাবেক মেম্বার বলে জানা গেছে।

অপর নিহতরা হলেন লুৎফর রহমানের স্ত্রী ও জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকার এক যুবক।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম নিহত ৩ জনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আরেকজন যাত্রীকে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT