ঢাকা (বিকাল ৫:৫৬) মঙ্গলবার, ১৮ই জুন, ২০২৪ ইং
শুভেচ্ছা বার্তা :
<div class="xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs x126k92a"> <div dir="auto" style="text-align: start;">মেঘনা নিউজ-এর সকল পাঠক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক</div> </div>

বিয়ানীবাজারে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা



বিয়ানীবাজার উপজেলার ৪ নং শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে আজ সকাল ১০ টার দিকে ঘরে ঢুকে এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় যুবক। বালিঙ্গা গ্রামের সামছুল হক চৌধুরী কস্তই মিয়ার মেয়ে, বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী নাজমিন বেগম (১৮)কে নিজ ঘরে টিভি দেখা অবস্থায় আচমকা গলা কেটে হত্যা করে পালিয়ে যায় বাহাদুরপুর এলাকার নিজাম উদ্দিন পাশা (২২) নামের যুবক। জানা যায়, নিজাম উদ্দিন (পাশা) দীর্ঘদিন ধরে বালিঙ্গা গ্রামে থেকে কাজ করতো।

ঘটনার সময় সামছুল হক চৌধুরী কস্তই মিয়ার বাড়িতে কাঠ কাটার কাজ করছিলো সেই যুবক,বাড়িতে পুরুষ মানুষ না থাকায় আচমকা ঘরে ঢুকে হাতে থাকা দা দিয়ে গলা কেটে পালিয়ে যায়, নাজমিন বেগমের মায়ের চিৎকারে আশেপাশের মানুষ আসামিকে ধাওয়া করে, সে কাকরদিয়া খেয়েঘাট নৌকা দিয়ে নদী পার হয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পরপর শেওলা ইউনিয়নের চেয়ারম্যান জহুর উদ্দিন ও স্থানীয় মেম্বার আবুল কালাম শেখ উপস্থিত হয়ে থানায় খবর দিলে ঘটনাস্থলে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় উপস্থিত হয়েছেন। হত্যার কারন এখনো জানা যায়নি।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT