ঢাকা (রাত ৪:১৬) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock শুক্রবার সন্ধ্যা ০৭:৩৬, ১৫ নভেম্বর, ২০২৪

বিস্ফেরক আইন মামলায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফিককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে গৌরীপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি উপজেলার মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

জানা গেছে, গত ৪ আগস্ট উপজেলার শ্যামগঞ্জ বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা হয়। ওই ঘটনায় গৌরীপুরের শ্যামগঞ্জ রেলগেট মহল্লার বাসিন্দা ফকির ছায়েদ আল মামুন বাদী হয়ে নাম উল্লেখ ৬৮ জন ও অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামি করে গত ৪ নভেম্বর ময়মনসিংহ বিজ্ঞ জেলা দায়রা জজ ও বিশেষ ট্রাইবুন্যাল -১ আদালতে মামলার আবেদন করেন। গত ১৩ নভেম্বর মামলাটি গৌরীপুর থানায় এফআইআর ভুক্ত হয়। শফিকুল ইসলাম শফিক ওই মামলার এজাহারভুক্ত আসামি

গৌরীপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন ‘শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে গৌরীপুর থানায় বিস্ফোরক আইনে মামলা আছে। সে মামলার এজাহারভুক্ত আসামি। শুক্রবার তাকে থানা থেকে আদালতে প্রেরণ করা হবে’।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT