ঢাকা (রাত ৮:০২) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরে আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০৮:৪৩, ১১ নভেম্বর, ২০১৯

মীর এম ইমরান, স্টাফ রিপোর্টারঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংবালাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (সোমবার) সকালে মাদারীপুর শহরের পুরান বাজার জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণদের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একি স্থানে এসে শেষ হয়।

এ সময় মাদারীপুর জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদারসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে এ উপলক্ষে মাদারীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগের সভাপতিত্বে আয়োজিত এ সভায় মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণদে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইফুর রহমান রুবেল খান, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সহ মাদারীপুর জেলা যুবলীগ সহসভাপতি আবদুল্লা আল মাসুম,যুবলীগ সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার,নজরুল ইসলাম মনির,যুবলীগ প্রচার সম্পাদক আব্বাস উদ্দিন, দপ্তর সম্পাদক আবু সাইদ রাজু সহ জেলা যুবলীগ ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ উপলক্ষে সকালে আওয়ামীলীগ কার্যালয় দলীয় পতাকা উত্তোলন, জাতীর পিতার প্রতিকৃতীতে পুষ্প মাল্য অর্পণ সহ আলোচনা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাদারীপুর জেলা শাখা এর আয়োজন করে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT