বিদ্যুৎ বিভাগের অবহেলায় গৌরীপুরে বিদ্যুতের ঝুলন্ত ছেঁড়া তারে স্কুল ছাত্রের মৃত্যু
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ রবিবার বিকেল ০৪:৪৭, ২৪ অক্টোবর, ২০২১
ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুতের ছেঁড়া ঝুলন্ত তারে মোস্তাকিম নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মাত্র তেরো বছরের কিশোর পুত্রের এ অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন বাবা- মা। বিদ্যুৎ বিভাগের অবহেলাতেই ছেলে মোস্তাকিম মিয়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন তার বাবা দুলাল মিয়া।
বাবা দুলাল মিয়া শষ্যাশায়ী ও মা নাসিমা খাতুন বিলাপ করেছেন। এ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না কেউ।
এদিকে যে পুকুরে নেমে বিদ্যুৎ তাড়িত হয়ে মোস্তাকিম মারা যায়, সেখানে গিয়ে দেখা যায় বিদ্যুতের তাঁরটি পুকুর ও পাশের ধানের জমিতে এখনো ঝুঁলে রয়েছে।
এলাকাবাসী জানান, চারদিন অতিবাহিত হলেও গৌরীপুর বিদ্যুৎ অফিসের লোকজন ঘটনাস্থলে কেউ যায়নি। সংযোগ বিচ্ছিন্ন থাকলেও ছেঁড়া তারটি মেরামত করা হয়নি।
গৌরীপুর আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, ঘটনার দিন সংবাদ পাওয়ার পর সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। গুজিখাঁ এলাকায় বিদ্যুৎ প্রকল্পের কাজ চলমান রয়েছে। পুরনো তার ও খুঁটি পাল্টে নতুন লাইন টানানো হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে খেলা শেষে বাড়ি ফিরার পথে বাড়ির পিছনের পুকুরে মাছ ভাসতে দেখে তা ধরতে পুকুরে নামে মোস্তাকিম। এসময় পুকুরের পানিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তাঁরে বিদ্যুৎতায়িত হয় সে। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত মোস্তাকিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোস্তাকিম স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলো।