ঢাকা (রাত ৪:৫০) বুধবার, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিঘ্ন ঘটতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ০২:৫৫, ৩০ সেপ্টেম্বর, ২০২২

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রম বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। আগামীকাল থেকে ৮ দিন এ সমস্যা হতে পারে বলে জানিয়েছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এ তথ্য জানিয়েছে।

বিএসসিএল জানায়, ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটে সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিন সকাল সাড়ে ৯টার পরে এ ঘটনা ঘটতে পারে।

কোম্পানিটি বলছে, সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণেই চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিন ও অক্টোবর মাসে প্রথম সপ্তাহে স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

প্রাকৃতিক এ ঘটনার জন্য বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT