ঢাকা (সকাল ১১:০০) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি

জাতীয় ২১০০ বার পঠিত
BSF-BGB
বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি - সংগৃহীত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার দুপুর ০১:৪৯, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে বিজিবি তাকে বাংলাদেশের সীমানা অভ্যন্তর থেকে আটক করে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফের ওই সদস্য বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে।

আটক সন্দেহভাজন বিএসএফ সদস্য নিশ্চিত হলে তাকের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো: আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১১টার দিকে এক বিএসএফ সদস্য গরু-ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েন। এ সময় তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, বিষয়টি বিএসএফের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT