ঢাকা (সকাল ৯:৫৬) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বিএনপি থেকে বিএনএম প্রার্থী মাওলানা মতিন

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock বৃহস্পতিবার রাত ১১:৫৬, ৩০ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের নিকট তিনি মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সাথে দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

 

এ বিষয়ে মাওলানা আব্দুল মতিন জানান, মনোনয়নপত্র দাখিলের আগে বিএনপি থেকে পদত্যাগ করতে চাইলেও স্থানীয় বিএনপি নেতারা তা গ্রহণ করেননি। আর তাই পদত্যাগ করা সম্ভব হয়নি। অন্যদিকে বিএনএম মনোনয়ন দেয়ায় আসন্ন দ্বাদশ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছি।

তবে নাম না প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির এক নেতা বলেন, তিনি এখনও (বৃহস্পতিবার পর্যন্ত) জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে আসীন রয়েছেন। অথচ শোনা যাচ্ছে, তিনি নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন নামে একটি দলের মনোনয়ন নিয়ে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিষয়টি বিএনপির কেন্দ্রীয় কমিটির নিকট উপস্থাপন করে তাকে বহিষ্কারের দাবি জানানো হবে।

 

 

প্রসঙ্গত: জেলা ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা আব্দুল মতিন ২০১১ সালে বিএনপির সমর্থনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন।

 

 

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- নৌকার প্রার্থী ও বর্তমান সাংসদ আব্দুল ওদুদ, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মুকুল, বিএনএম মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিন, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি’র মো. নাহিদ আহমেদ, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ) ডা. গোলাম রাব্বানী, বাংলাদেশ ন্যাশনালিশ ফ্রন্ট-বিএনএফ মনোনীত কামরুজ্জামান খান ও জাকের পার্টি মনোনীত বাবলু হোসেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT