বাসে অগ্নিদগ্ধ হয়ে নিহতের ঘটনায় উপজেলা চেয়ারম্যানের শোক প্রকাশ
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা শুক্রবার বেলা ১২:২৪, ১২ মার্চ, ২০২১
দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসে অগ্নিদগ্ধে নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকাল ৫ টায় হঠাৎ বিকট শব্দে বাসে আগুন লেগে পুরো বাসটি মূহুর্তেই আগুনের ভয়াবহ লেলিহান শিখায় ছেয়ে যায়।
এতে মুহুর্তেই প্রাণ প্রদীপ নিভে যায় বাসে থাকা ৩ যাত্রীর। দগ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন আরো ১৫ বাস যাত্রী।
নিহতরা সকলেই উপজেলার বিভিন্ন গ্রামের।
অগ্নিদগ্ধ হয়ে ৩ বাস যাত্রী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।এবং অগ্নিদগ্ধ হয়ে গুরতর অবস্থায় চিকিৎসাধীন ব্যক্তিদের জন্য দ্রুত সুস্থতা কামনা করেন দাউদকান্দি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী।
অবশ্য এর আগে যাত্রীবাহী বাসে আগুন লাগছে এমন খবর শুনার পরক্ষণেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণে তদারকি করেন মানবতার ফেরিওয়ালা মেজর(অব.) মোহাম্মদ আলী।
এ সময় সাথে ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল ইসলাম খান,সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ সেলিম শেখ ও দাউদকান্দি সার্কেল এর এসপি মো.জুয়েল রানা।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল ইসলাম খান নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা ও দগ্ধদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে অনুদান করেন।