বাল্য বিবাহ বন্ধ করে কনের বাবাকে অটোরিকশা দেয়ার প্রতিশ্রুতি ইউএনও’র
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা শুক্রবার রাত ১০:৫০, ১২ মার্চ, ২০২১
আজ শুক্রবার বিকাল ৩ টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়ন এর নোয়াগাঁও গ্রামের মীম(১৭) নামের একটি মেয়ের বাল্য বিবাহ বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল ইসলাম খান।
এলাকার স্থানীয় ইউপি সদস্য ওয়াসেক মেম্বার জানান,”মানবিক উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান স্যার মীম(১৭) নামের একটি মেয়ের বাল্য বিবাহ বন্ধ করে। এই পরিবারকে মানবিক দৃষ্টিতে সাধারণ ক্ষমা করে কনের বাবাকে সামাজিক অনুষ্ঠান এর খরচ বাবদ ৫ হাজার টাকা ও তার বাবাকে একটি অটোরিকশা দেয়ার প্রতিশ্রুতি দেন।”
উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল ইসলাম খান জানান,”মেয়েটির অপ্রাপ্ত বয়স হওয়াতে ও তার পরিবারটি অস্বচ্ছল হওয়ায় সাধারণ ক্ষমা করে ভুল শোধরানোর সুযোগ দেই।আমি উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে কন্যাদায়গ্রস্থ মীম এর বাবা আব্দুর রহিমকে –কে স্বাবলম্বী করার জন্য একটি অটোরিকশা ও সামাজিক অনুষ্ঠানে খরচ বাবদ নগদ ৫ টাকা দিয়েছি।
তিনি আরো বলেন, “পূর্ব কাউয়াদিতে একটি বাল্য বিবাহ হচ্ছে শুনে আমি নিজে সরাসরি গিয়ে যাচাই–বাছাই করে বর পক্ষকে বাল্য বিবাহ রোধ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ টাকা জরিমানা করেছি।“