ঢাকা (রাত ৩:১৯) মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বালু উত্তোলনে এলাকাবাসীর বাঁধা;সাঘাটায় বলগেট মেশিনসহ আটক ৫

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock বৃহস্পতিবার রাত ১০:৩৭, ২৬ আগস্ট, ২০২১

গাইবান্ধার সাঘাটায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি বলগেট মেশিন সহ পাঁচজনকে আটক করা হয়েছে।


স্থানীয়রা জানান, উপজেলার গোবিন্দী ও হলদিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ডানতীর রক্ষা প্রকল্পের কাজের বালু উত্তোলনের নামে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স তাজুল ইসলাম বিশালাকার বলগেট নামের মেশিন দুটি বসিয়ে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছিলো।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লোকজন এতে বাধা প্রদান করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন সরেজমিন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মেশিন দুটির কাজে নিয়োজিত থাকা ৫ জন কর্মচারীকে আটক করে বালু তোলা বন্ধ করে দেন। এছাড়াও তাদের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেকের তিন মাস করে জেল দেন।

এসময় উপস্থিত ছিলেন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট এলাকাবাসী বাঁধ ও স্থাপনা রক্ষার্থে যমুনা নদী থেকে সকল অবৈধ বালু তোলা বলগেট মেশিন বন্ধে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT