বাফুফের ষড়যন্ত্রের প্রতিবাদ জানাল ঠাকুরগাঁওবাসী
নিজস্ব প্রতিনিধি সোমবার দুপুর ০৩:৪৫, ২২ জুলাই, ২০১৯
ঠাকুরগাঁও প্রতিনিধি : জেএফএ কাপ অনুর্ধ-১৪ জাতীয় নারী চাম্পিয়ানশীপ ফাইনাল খেলার পূর্বমুহুর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ষড়যন্ত্র স্বেচ্ছাকারী ও হঠকারী সিদ্ধান্তের কারণে ফাইনাল খেলায় অংশ নিতে দেয়া হয়নি ফাইনালিস্ট ঠাকুরগাঁও নারীদলকে। বাফুফের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগাঁওয়ের নাগরিক সমাজ ও ক্রীড়াপ্রেমিরা। রবিবার সকাল ১১ টায় শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁও নাগরিক অধিকার আন্দোলনের আয়োজনে দুইঘন্টা ব্যাপী বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে ঠাকুরগাঁও নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক আতাউর রহমান রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সুজন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অধ্যাপক মনতোষ কুমার দে, সম্পাদক আব্দুল লতিফ, ঠাকুরগাঁও সাংবাদিক কল্যান ট্রাষ্টের সাধারন সম্পাদক শাহিন ফেরদৌস, নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব মাহমুদ হাসান প্রিন্স, জেলা ফুটবল একাডেমির সভাপতি ফারুক হোসেন জুলু, সাধারণ সম্পাদক মোঃ কায়েস, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সুমন ঘোষ, নাগরিক আন্দোলনের সংগঠক মাসুদ আহম্মেদ সুর্বণ, অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরিক অধিকার আন্দোলনের সদস্য ও জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু। বক্তারা বলেন বাফুফের ষড়যন্ত্র, স্বেচ্ছাকারী ও হঠকারী সিদ্ধান্তের ফলেই ঠাকুরগাঁও জেলার নারী ফুটবল দল ফাইনাল খেলতে পারেনি। তাদের স্বেচ্ছাতারিতার ফলে সম্ভাব্য চাম্পিয়ন হওয়ার যোগ্য দলটিকে বঞ্চিত করা হয়েছে। অতিবিলম্বে কর্তৃপক্ষ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান। দ্রæত ব্যবস্থা না নেয়া হলে ঠাকুরগাঁবাসী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার কথা বলেন।