ঢাকা (দুপুর ১২:২০) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ১১:৩৩, ৩১ আগস্ট, ২০১৯

সুশান্ত কান্তি তাঞ্চঙ্গ্যাঁ, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর উদ্ধোধন করেছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

আজ শনিবার (৩১আগস্ট) সকালে জেলা সদরের সুয়ালক ইউনিয়নের একশত একর ভূমির ওপর একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর উদ্ধোধন করা হয়। পাঁচ কোটি টাকা ব্যয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয় এর ভবন নিমার্ণ করা হবে।

একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর উদ্ধোধনকালে মন্ত্রী বীর বাহাদুর বলেন সবার সহযোগিতা ও প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা শুরু হলো। বর্তমান সরকার পার্বত্য এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ নিশ্চিত করার লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছে।

মন্ত্রী আরো বলেন – এ বিশ্ববিদ্যালয় চালু হলে বান্দরবানের দূর্গম এলাকার শিক্ষার্থীরা স্বল্প খরচে লেখাপড়া করতে পারবে। এ ছাড়াও বান্দরবানের বাইরের শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করতে পারবে।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্ধোধনের সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মার্মা, বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, জেলা পরিষদ কর্মকর্তা, কর্মচারী এবং সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT