বান্দরবানে পিসিজেএসএস’র শীর্ষ দুই নেতা জামিনে মুক্ত
নিজস্ব প্রতিনিধি শুক্রবার রাত ১০:১১, ২৫ অক্টোবর, ২০১৯
সংবাদ দাতা,বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে জনসংহতি সমিতির র্শীষ দুই নেতা অবশেষে জামিনে মুক্তি লাভ করেছে। উচ্চ আদালতের থেকে নেয়া জামিনের কপি বান্দরবান জেলা কারাগারে পৌঁছালে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা মুক্তি পান।
জামিনে মুক্তি পাওয়া দুই নেতা তারা হলেন- জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা কে এস মং মারমা ও বান্দরবান জেলা সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যবা মং মারমা।
জানা গেছে, হাইকোর্টের জামিনের কপি বৃহস্পতিবার বান্দরবানে আসলে সন্ধ্যায় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। ইতোপূর্বে হাইকোর্ট থেকে এই দুই নেতা জামিন লাভ করলেও পুলিশ অন্য মামলায় তাদের জেল গেট থেকে গ্রেফতার করেছিলেন।
প্রসঙ্গত, গত ২৫ মে বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের নেতা চ থোয়াই মং মারমা হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার পর এই দুই নেতাকে পরিবারের লোকজন গ্রহণ করেন।