ঢাকা (রাত ১০:৫২) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বাঘীনিদের বরণ করলো ঢাকাবাসী

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০২:৫৪, ২২ সেপ্টেম্বর, ২০২২

প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়ার পর কাঠমান্ডু থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কর্মকর্তারা বাঘিনীদের বরণ করে নেন।

বিমানবন্দর থেকে বের হওয়ার পর সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি উঁচিয়ে ধরে অধিনায়ক সাবিনা খাতুন বলেন, এই ট্রফি বাংলাদেশের ১৬ কোটি বলুন, ১৮ কোটি বলুন, সব মানুষের।

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পুরো দলকে বরণ করে নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে সাফ চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা বলেন, এত সুন্দরভাবে আমাদের বরণ করে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ।

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাকে অনেক বছরের কঠোর পরিশ্রমের ফসল হিসেবে উল্লেখ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিনসহ সংশ্লিষ্ট সবাইকে তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানান সাবিনা খাতুন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT