ঢাকা (রাত ১১:২৮) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বাংলা বাজার ঘাটে পদে পদে হয়রানির শিকার ঘরমুখো যাত্রীরা

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:৪৪, ১৩ মে, ২০২১

মাদারীপুরের শিবচরে বাংলা বাজার ঘাটে পদে পদে হয়রানি শিকার যাত্রী পরিবহন। সরেজমিনে দেখা গেছে- দক্ষিণ- পশ্চিম অঞ্চলের মানুষের ঢাকা মুখী সড়ক পথ ও নৌপথ ,বাংলা বাজার- শিমুলিয়া এ নৌ-পথে প্রতিনিয়ত যাতায়াত করে হাজার হাজার যাত্রী ও পরিবহন ।ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদে এ দক্ষিণ- পশ্চিম অঞ্চলের মানুষের আস্থা বাংলা বাজার ঘাট। ঘাটে প্রতিনিয়ত যাতায়াত করে ছোট বড় পরিবহন। এদের ঢাকার পথে যেতে বাংলা বাজার ঘাটে সিরিয়াল মেনে ফেরীতে উঠতে হয়।

কাঁচা মালামাল বহনকারী পরিবহন হ সকল পরিবহনকে ফেরীতে উঠতে হলে দিতে হয় ঘাটে দ্বায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ, আনসার সদস্য দের মুচলেকা,না দিলে সিরিয়াল আঁটকে রাখে ট্রাফিক পুলিশ। আনসার সদস্যদের দিয়ে এ মুচলেকা আদায় করা হয়। ঘাটে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের উপ পরিদর্শক (এস আই) আশিক এর বিরুদ্ধে আছে অনেক অভিযোগ,পরিবহন ফেরীতে আগে উঠানোর জন্য পরিবহন থেকে, দৈনিক, সাপ্তাহিক,মাসিক ,মাসুহারা আদায় করে। প্রতি পরিবহন থেকে নেন ৫ শত থেকে আট হাজার বা তারও অধিক পরিমাণে অথ।এ পরিবহন গুলো হলো,কাঁচা মাল পরিবহন,মাছ পরিবহনসহ অন্যান্য পরিবহন থেকেও, এমন অভিযোগ জানিয়েছেন কাঁচা মালামাল বহন করা পরিবহনের চালকরা।

তবে বাংলা বাজার ঘাটের কর্তব্যরত ট্রাফিক ইনস্পেক্টর কাছে এ বিষয়ে জানতে চাইলে, এস আই আশিককে মোবাইলে পাওয়া যায়নি। বাংলা বাজার ঘাটে পরিবহন ছিলো কম সংখ্যক, তেমন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলাচল করছে পরিবহন। তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে বাংলা বাজার ঘাটে ঢাকা মুখী যাত্রীদের চাপ খুবই কম, তবে ঢাকা থেকে গ্রামে মাটির টানে ছুটে আসছি সিমিত সংখ্যক মানুষ। বাংলা বাজার – শিমুলিয়া নৌপথে আজ বৃহস্পতিবার সকাল থেকে ১৭ টি ফেরী চলাচল করছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT