ঢাকা (রাত ১১:১০) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বর্ণাঢ্য আয়োজনে গৌরীপুরের ২৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বুধবার রাত ০৯:৪৮, ১ জানুয়ারী, ২০২৫

ময়মনসিংহের প্রাচীন নগর গৌরীপুরের ২৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার বিকেলে ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি অ্যান্ড লাইব্রেরীর উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গৌরীপুরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শোভাযাত্রাটি গৌরীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজার এসে শেষ হয়। সংগঠনের কার্যালয়ে সভাপতি রায়হান উদ্দিন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিভা মডেল স্কুলের পরিচালক অমল চন্দ্র দাস, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মীর হোসেন মীরন, সাবেক ছাত্রনেতা মো. আব্দুল্লাহ আল মামুন বাচ্চু, উদীচী গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমান, সাংবাদিক মহসিন মাহমুদ, দিলীপ কুমার দাস, সাইফুল ইসলাম, যুগান্তর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, হারুন পাঠাগারের সত্ত্বাধিকারী হারুন মিয়া, আব্দুস সালাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে রায়হান উদ্দিন সরকার বলেন, বাংলা ১১৭৬ ও ইংরেজি ১৭৭০ সালে বোকাইনগরের কাছে গৌরীপুর নামে একটি শহর প্রতিষ্ঠিত হয়েছিল।

মোমেনসিং ও জাফরশাহী পরগনার জায়গীরদার গৌরীপুরের বারেন্দ্র ব্রাহ্মণ জমিদারের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ চৌধুরী, তার দত্তক নাতনী (তার ছেলে কৃষ্ণগোপাল রায় চৌধুরীর দত্তক পুত্র) ও নবাব সিরাজ-উদ-দৌলার স্ত্রী আলেয়ার গর্ভজাত সন্তান জমিদার যুগল কিশোর রায় চৌধুরী মোমেনসিং পরগনার এজমালি সম্পত্তি থেকে গৌরীপুর শহরের গোড়া পত্তন করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT