ঢাকা (দুপুর ১:৩৪) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বঙ্গোপসাগরের মোহনায় ভাসছে রহস্যময়ী বিদেশী জাহাজ

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শনিবার রাত ০২:২৮, ১৬ জুলাই, ২০২২

“আলকুবতান” নামের জনমানবহীন রহস্যময়ী একটি বিদেশি জাহাজ ভাসছে বঙ্গোপসাগরের মোহনায়।

জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে স্থানীরা জাহাজটি চরনিজামের পূর্ব পাশে বঙ্গোপসাগরে মোহনায় ভাসমান অবস্থা আটকে থাকতে দেখেন। জাহাজটিতে রয়েছে লোকহীন, একটি ভেকু মেশিন, একটি পাথর ভাঙার মেশিন, পাথর সহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল।

স্থানীয়দের ধারণা জাহাজটিতে কয়েক কোটি টাকার মালামাল রয়েছে। জাহাজটি ভাসমান অবস্থায় এবং লোকহীন।

স্থানীয়রা বিষয়টি ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, জাহাজটি চরনিজামের পূর্ব পাশে বঙ্গোপসাগরের মোহনায় ভাসমান অবস্থা দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে জানান। বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। তবে জাহাজটিকে হেফাজতে আনার চেষ্টা চালছে।

ইতোমধ্যে স্থানীয়রা জাহাজটির বেশ কিছু যন্ত্রপাতি খুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এটা কোথা থেকে বা কীভাবে এখানে এসেছে তা কেউই বলতে পারছেন না।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বলেন, জাহাজটির নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে বৈরী আবহাওয়া কারণে এটা নিয়ন্ত্রণে নিতে একটু সময় লাগছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT