ফেসবুকে প্রজন্মলীগ নেতার আবেগঘন স্ট্যাটাস
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা রবিবার বিকেল ০৪:৪৫, ১৪ মার্চ, ২০২১
দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি সোহেল রানা শনিবার দিবাগত রাতে তার নিজস্ব ফেসবুক ওয়ালে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।
পাঠকের উদ্দেশ্যে তা হুবহু তুলে ধরা হলো।
দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সর্বদাই সরব ছিলো।বিগত দিনগুলোতে দলীয় আনুগত্য ও আদর্শ লালন করে সবসময় সভা মিছিল,যেকেনো নির্বাচনী প্রচারণায় ও রাজপথে সরব ছিলো দাউদকান্দি আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ।
অতি পরিতাপের বিষয় বলতে হয়,উপজেলার যেকোনো কমিটিকেই জেলা কমিটির সম্মানীত নেতৃবৃন্দরা দিক–নির্দেশনামুলক পরামর্শ দিয়ে পরিচালিত করে।
কিন্তু আমি দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে আজোবধি আমি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী মু্ক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি রাকিবুল হাসান রকিব ও সাধারণ সম্পাদক আলী আহম্মেদ মিয়াজীর থেকে কোনো দিক–নির্দেশনামুলক পরামর্শ পাই নি।
তদুপরি আমি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.)সুবিদ আলী ভূঁইয়া স্যারের হাতকে শক্তিশালী করতে ও তারুণ্যের অহংকার দাউদকান্দি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী স্যার এর হাতকে শক্তিশালী করতে আমি আমার কমিটির সকল নেতা–কর্মীদের নিয়ে রাজনৈতিক মাঠে সোচ্চার থেকে কাজ করেছি। করে যাবো –ইনাশাল্লাহ।
তবে আমি নি:সংকোচে দ্ব্যর্থহীন বাক্যে বলতে পারি,জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতাদের সহযোগীতা না পেয়েও উপজেলার অন্যান্য সংগঠনের সাথে টেক্কা দিয়েই আমার সর্বোচ্চ উজাড় করে এই সংগঠনের সকল কার্যক্রম পরিচালনার মাধ্যমে দলের জন্য নিরলসভাবে কাজ করেছি। তাই আমি দৃঢ় চিত্তে বলতে চাই। আমি যেহেতু কুমিল্লা উত্তর জেলার আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতাদের থেকে কোনো বল ভরসা ও বুদ্ধি পাই নি। তাই আমি যথাসম্ভব দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতির পদ থেকে শীঘ্রই অব্যাহতি নিবো।