ঢাকা (দুপুর ২:১৮) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ফেলে যাওয়া জুতার সূত্র ধরে ৩ ঘন্টায় গ্রেফতার হলো খুনি

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock মঙ্গলবার দুপুর ০২:৪৫, ২ জুলাই, ২০২৪

দাউদকান্দিতে রাশেদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ৩ঘন্টার মধ্যেই খুন হওয়া রাশেদা বেগমের শরীরের থাকা কানের দুল ও চেইনসহ নাছিম ওরফে নাদিম (১৯) কে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

সোমবার বিকালে পৌরসভার নুরপুর গ্রামের নিজ বাড়ি খুন হন রাশেদা বেগম (৬৫)। সংবাদ পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করতে গেলে ঘটনাস্থলে একজোড়া জুতা দেখতে পায়।

পুলিশ ঐ জুতার সূত্র ধরে ৩ ঘন্টার মধ্যে হত্যার সাথে জড়িত পৌরসভার ১নং ওয়ার্ডের নূরপুর বেপারী বাড়ির মো. নূর আলমের পুত্র নাছিম ওরফে নাদিমকে গ্রফতার করে।

গ্রফতারকৃত নাছির ওরফে নাদিমের দেয়া তথ্য মতে  উপজেলার ইলিয়টগঞ্জ বাজার থেকে খুন হওয়া রাশেদা বেগমের কানের দুল ও চেইন উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও কুমিল্লা সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল মহোদয়ের নেতৃত্বে আমরা হত্যাকান্ডের ৩ঘন্টার মধ্যে হত্যাকাীকে গ্রেফতার করি ও চোরাইকৃত মালামাল উদ্ধার করি।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় ১জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামীকে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড শেষে জেল হাজতে প্রেরন করা হয়েছে।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT