ফুলবাড়ীতে রিজিয়ন পর্যায়ে আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার রাত ০৯:৪৫, ২৮ জানুয়ারী, ২০২০
এহসান প্লুটো,ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে রাঙ্গামাটিস্থ ২৯ বিজিবি’র সদর দপ্তরে আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিক্স প্রতিযোগীতা-২০২০ এর সমাপণী অনুষ্ঠিত হয়েছে।গত ২২জানুয়ারী ২০২০ ইং হতে ২৮জানুয়ারী পর্যন্তু ৬দিন ব্যাপী রিজিয়ন পর্যায়ে অনুষ্ঠিত
এ্যাথলেটিক্স প্রতিযোগীতা টির সমাপণী ও পুরষ্কার বিতরন গতকাল মঙ্গলবার ফুলবাড়ীস্থ ২৯বিজিবি সদর দপ্তরে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। দিনাজপুর বিজিবি’র সার্বিক ব্যবস্থাপনায় এবং ফুলবাড়ী ব্যাটালিয়ন(২৯বিজিবি) এর আয়োজনে সমাপণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কায়সার হাসান মালিক(এনডিসি,পিএসসি)। এসময় উপস্থিত ছিলেন,দিনাজপুরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেঃ কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক(পিবিজিএম)বার,ফুলবাড়ী ব্যাটালিয়ন(২৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শরীফ উল্লাহ্ আবেদ (এসজিপি) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল
রেজাউল করিম রেজা,সিনিয়র মেডিক্যাল অফিসার লেঃ কর্ণেল মোঃ সাইফুল ইসলাম,রংপুর এফআইজি কমান্ডার মেজর মোস্তাক আহাম্মদ প্রমূখ।প্রতিযোগীতায় ৪টি সেক্টরের ১৫টি ব্যাটালিয়ন অংশ নিয়ে ০৯টি স্বর্ণ,০৬টি রৌপ্য এবং ০৮টি তাম্র পদক পেয়ে ফুলবাড়ী ২৯বিজিবি চ্যাম্পিয়ন এবং ০৩টি স্বর্ণ পদক পেয়ে জয়পুরহাট ব্যাটালিয়ন(২০বিজিবি) রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়াও প্রতিযোগীতায় পঞ্চগড় ব্যাটলিয়ন (১৮বিজিবি) এর সিপাহী মোঃ সুমন আলী শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯বিজিবি)এর অবৈতনিক ল্যাঃ নাঃ রাজিব বিশ্বাস শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।