প্রায় ১০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা মঙ্গলবার রাত ০২:৫৮, ১৪ সেপ্টেম্বর, ২০২১
দাউদকান্দি বাজার রোডের পাশে অবস্থিত এই সম্পত্তি। বলা হয় এই এলাকাটি দাউদকান্দি পৌরবাজারের হৃদপিন্ড। এখানে একশতক জায়গার দাম বর্তমান বাজারমূল্য(আনুমানিক) ৫০ লাখ টাকা। এমন দামি সম্পত্তি এতোদিন কী করে বেআইনিভাবে প্রায় ৫০ বছর যাবৎ ১০ কোটি টাকা মূল্যের সম্পদ ভোগ করে আসছিলো –এমন প্রশ্ন স্থানীয় জনতার।
তবে এবার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর নির্দেশে বেহাত হওয়া সরকারি জায়গা উদ্ধার করে চমক সৃষ্টি করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান। গতকাল সোমবার সকালে তিনি এ অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করেন। এর আগে উচ্ছেদ হওয়া ১৭টি দোকানের বিদ্যুৎ সংযোগ ও গ্যাসলাইনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
এসময় সাথে ছিলেন সহকারি কমিশনার(ভূমি) সুকান্ত শাহা।