ঢাকা (বিকাল ৩:৩৫) সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

প্রবাসীরা দেশের অর্থনৈতিক সংকট দূরীকরণে মূল হাতিয়ার : ড. মারুফ হোসেন

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock সোমবার সকাল ১১:৪২, ২১ এপ্রিল, ২০২৫

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, দেশের অর্থনৈতিক সংকট দূরীকরণে প্রবাসিদের ভূমিকা অপরিসীম। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে প্রবাসিরা ঝাপিয়ে পড়ে। ফ্যাসিষ্ট শেখ হাসিনার ক্ষমতার মসনদ তছনছ করে দিয়েছিল আমাদের প্রবাসি ভাই বন্ধুগণ। আপনারা ২৪ এর জুলাই বিপ্লবে রেমিট্যান্স শাটডাউন করে মূখ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। এছাড়াও দেশের যেকোনো দুর্যোগ ও বিপর্যয়ে প্রবাসিদেরকে আমাদের পাশে দেখতে পাই।

 

রোববার (২০ এপ্রিল) মালয়েশিয়ার কুয়ালামাপুরে ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশন আয়োজিত বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন বিএনপির এই নেতা।

 

তিনি প্রবাসিদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের অবদানের কথা বিএনপি মনে রাখবে। বিএনপি ক্ষমতায় গেলে আমাদের সরকার প্রবাসি কল্যাণে কাজ করবে। প্রবাসিরা দেশে গেলে বিমানবন্দরে হয়রানির বিষয়টি বন্ধ করা হবে। এবং প্রবাসিদের যাতে বিমানবন্দরে আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করা হয় সে বিষয়টি নিশ্চিতকরণে আমরা কাজ করবো।

 

 

ড. খন্দকার মারুফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশনের নেতাকর্মীরা বৈদেশিক আয়ের পাশাপাশি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয়ে একাট্টা হয়ে কাজ করবে এই আশাবাদী। আপনারা দলের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা অনস্বীকার্য। আপনাদেরকে আমরা যথাযথ সম্মান দেওয়ার জন্য চেষ্টা করবো৷ তাই আপনারা বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ এলাকায় ভার্চুয়ালি কানেক্টেড থেকে মানুষকে বিএনপি তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার পাশাপাশি পজেটিভ বার্তা পৌঁছে দিন।

 

 

এ মতবিনিময় সভায় মালয়শিয়াস্থ ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশনের শীর্ষ নেতাকর্মীসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এর আগে ড. খন্দকার মারুফ হোসেন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া কুয়ালামাপুর এয়ারপোর্টে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের নেতাকর্মীরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT