ঢাকা (রাত ১২:৫৯) সোমবার, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


প্রধানমন্ত্রীর ৭৭তম জম্মদিন : দাউদকান্দিতে দোয়া ও আলোচনা সভা

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শুক্রবার রাত ১১:৫৭, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

কুমিল্লার দাউদকান্দিতে আ.লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জম্মদিন কেক কেটে উদযাপন করা হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার যারিফ আলী শিশু পার্ক সংলগ্ন উপজেলা আওয়ামী লীগ প্রধান কার্যালয়ে মহিলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এ আয়োজন করা হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জেবুন্নেসা জেবুর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক লায়লা হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার আওয়ামী লীগ নেতা খন্দকার ফারক। আয়োজনের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।

উপস্থিত বক্তারা প্রধানমন্ত্রীকে জম্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জয়ের ধারা অব্যাহত থাকবে। এ সময় তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

পরে কেক কাটার মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা জম্মদিনের এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন— কাউন্সিলর খন্দকার তাসলিমা,

উপজেলা মহিলা আ.লীগ নেত্রী শেফালী বেগম, স্বর্ণা আক্তারসহ অনেকেই।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT