ঢাকা (রাত ২:৪৫) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

প্রতিহিংসার আগুনে পুড়ল দরিদ্র কৃষকের ৫ গরু

হবিগঞ্জ জেলা ২১১০১ বার পঠিত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock রবিবার রাত ১১:৪৪, ২৪ জুন, ২০১৮

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিরোধের জের ধরে প্রতিপক্ষের প্রতিহিংসার আগুনে পুড়ল এক দরিদ্র কৃষকের ৫ টি গরু। এর মধ্যে তিনটি গরু আগুনে পুড়ে মারা গেছে। বাকি দু’টির অবস্থা সংকটাপন্ন। শনিবার মধ্যরাতে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের কৃষক ফিরোজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাধবপুর থানার এসআই আব্দুস ছাত্তার। গরুসহ আনুমানিক ১২ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ফিরোজ মিয়া এখন বাকরুদ্ধ।

তিনি জানান, দীর্ঘদিন ধরে নারায়নপুর গ্রামে গোষ্ঠিগত দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে গ্রামের আলাউদ্দিন মিয়ার লোকজন শনিবার রাতে তার ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে তার তিনটি গরু পুড়ে মারা গেছে। দু’টি গরুর অবস্থা সংকটাপন্ন। মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT