প্রতিটি আমল কবুল হওয়ার জন্য দু’টি গুরুত্বপূর্ণ শর্ত পূর্ণ হতে হবে !
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ১১:২৪, ৫ ডিসেম্বর, ২০১৯
হাফিজ মাছুম আহমদ দুধরচকীঃ (১)ব্যক্তি কাজটি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবে।
(২)কাজটি কোরআন ও সুন্নাহ অনুযায়ী হওয়া।
উপরিউক্ত দু’টি শর্তের কোনো একটি পাওয়া না গেলে কাজটি বিশুদ্ধ ও কবুল হবে না।এ ব্যাপারে কুরআন শরীফের দলিল হলো :-
﴿فَمَن كَانَ يَرۡجُواْ لِقَآءَ رَبِّهِۦ فَلۡيَعۡمَلۡ عَمَلٗا صَٰلِحٗا وَلَا يُشۡرِكۡ بِعِبَادَةِ رَبِّهِۦٓ أَحَدَۢا ١١٠ ﴾ [الكهف: ١١٠]
“সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদাতে কাউকে শরীক না করে”- (সূরা আল-কাহফ: ১১০)
হাফিয ইবন কাসির (রহ.) বলেন, “এ দু’টি আমল কবুল হওয়ার শর্ত। তাই আমলটি একমাত্র মহান আল্লাহর জন্যই হতে হবে এবং তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরিয়াত অনুযায়ী হতে হবে।”