পীরগাছায় ৩০০ ভ্যানচালকদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ
মোঃ কামরুজ্জামান বুধবার বিকেল ০৪:২৬, ২৯ এপ্রিল, ২০২০
একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: কোভিড-১৯ করোনাভাইরাসের কারণে গোটা বিশ আজ নিঝুম। থেমে গেছে মানুষের চাঞ্চল্যময় জীবন। কমে গেছে মানুষের নিত্যদিনের আয়। এই করোনাভাইরাসের কারণে বাংলাদেশের মানুষও আজ কর্মহীন হয়ে পড়েছে। দফায় দফায় লকডাউনের কারণে মানুষ ঘর থেকে বাইরে বের হতে পারছে না। সরকার প্রতিনিয়ত এই কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। আজ ২৯ এপ্রিল (বুধবার) সকালে উপজেলার ৯নং কান্দি ইউনিয়নে ৩০০ জন ভ্যান, রিকশা ও অটোগাড়ি চালকদের মাঝে প্রধানমন্ত্রি শেখ হাসিনার উপহার স্বরূপ সরকারি এাণ বিতরণ করা হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও এাণ মন্ত্রণালয় এবং রংপুরের পীরগাছা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণকালে এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সৈয়দ সুজা মিঞা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এস এম শাহ নেওয়াজ, ৯নং কান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান ও পীরগাছা থানর এস আই মিন্টু দাস প্রমুখ। পরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও এাণ মন্ত্রণালয় থেকে প্রত্যেক কর্মহীন ভ্যান, রিকশা ও অটোগাড়ি চালকদের মাঝে ১০ কেজি করে চাল দেয়া হয়।