পীরগাছায় গোরস্থানে সোলার বিদ্যুৎ স্থাপন
মোঃ কামরুজ্জামান বুধবার রাত ০৯:০৫, ২৯ জুলাই, ২০২০
একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছা উপজেলার অনন্তরাম (মাছুয়াপাড়া) গ্রামের সামাজিক কবরস্থানের মাটি ভরাটের কাজ ইতোমধ্যে শেষে হয়েছে। এখন চলছে বিদ্যুৎ স্থাপনের কাজ। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে ওই কবরস্থানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিনামূল্যে সোলার বিদ্যুৎ টিআর/কাবিটা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ইডকলের একটি সোলার বিদ্যুৎ স্থাপন করা হয়। জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রি, পীরগাছার মাটি ও মানুষের নেতা টিপু মুনশির আর্থিক সহায়তায় ওই কবরস্থানে মাটি ভরাটের কাজ শেষ হয়। প্রায় ১৮ শতক জমির মধ্যে এ কবরস্থানের জন্য মাটি ভরাটের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময় উপস্থিত ছিলেন কবরস্থানে মাটি ভরাটের ঠিকাদারি কাজে নিয়োজিত ও বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সভাপতি তরুন কুমার রায়, অত্র এলাকার বাসিন্দা আব্দুল মমিন মিয়া, মো. আজাদ আলী, মাওলানা ফজলুল হক ও হাফেজ মো. আনারুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, অত্র এলাকায় ২৫০-৩০০ পরিবারের বসবাস। কবরস্থানটি সামাজিকভাবে নির্মাণ করা হলেও এতে বিভিন্ন এলাকার মানুষের অগ্রাধিকারভূক্ত থাকবে। পাশাপাশি যাদের জমি নাই। বেওয়ারিশ লাশ তাদের দাফনের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন কবরস্থান কমিটি।