ঢাকা (রাত ১:০৪) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

“পিএইচপি-কোরআনের আলো” চাম্পিয়ন সিরাজগঞ্জের আবু রাহাত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার দুপুর ০২:২২, ২২ মে, ২০২০

রিপোর্ট, শাহরিয়ার খান, সিরাজগন্জ:  “পিএইচপি-কোরআনের আলো” সেরা প্রতিভার সন্ধান ২০২০ চাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জের হাফেজ আবু রাহাত। তার বাড়ি শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের চরকৈজুরী গ্রামে। এনটিভি প্রতি বছর রমজান মাসে এই প্রোগ্রামের আয়োজন করে। এতে সারাদেশের খুদে হাফেজরা অংশগ্রহণ করে থাকে। সেই ধারাবাহিকতায় এবারে সেরা হয়েছেন সিরাজগঞ্জের ছেলে হাফেজ আবু রাহাদ তিনি পেয়েছেন ৪ লক্ষ টাকা। ২য় হয়েছেন সিলেটের ছেলে হাফেজ আক্তারুজ্জামান তিনি পেয়েছেন ৩ লক্ষ টাকা। ৩য় হয়েছেন বি-বাড়িয়ার ছেলে হাফেজ সারোয়ার আহমেদ তিনি পেয়েছেন ২ লক্ষ টাকা। ৪র্থ হয়েছেন হয়েছেন সাইফুল ইসলাম তিনি পেয়েছেন ১ লক্ষ টাকা। আজ বৃহস্পতিবার তাদের হাতে পুরস্কার তুলে দেন বিচারকরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এনটিভি। এক যুগ (১২ বছর) পূর্ণ করেছে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে অনুষ্ঠান। নানা চড়াই-উতরাই পেরিয়ে দর্শক-শ্রোতাদের ভালোবাসায় বারবার সিক্ত হয়েছে এ অনুষ্ঠান। খুদে হাফেজদের কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনের বাণী দর্শকদের যেমন বিমোহিত করেছে, তেমনি দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে কোরআনের আলোকিত বার্তাও। কণ্ঠের মাধুর্য, শুদ্ধ উচ্চারণ আর ইসলামের শান্তিময় আবেশ ছড়িয়ে রমজান মাসজুড়ে দর্শকদের মহাগ্রন্থ আল কোরআনের শ্বাশত বাণীতে মুগ্ধ করে রেখেছিলেন এসব খুদে হাফেজ। ইসলামের শান্তি সাম্য আর ভ্রাতৃত্বকে উড্ডীন করে খুদে হাফেজদের কণ্ঠে উচ্চারিত কোরআনের এই আলো আলোকিত করেছিল লাখো শ্রোতার হৃদয়। উপস্থিত সবার কণ্ঠেই ছিল এমন নান্দনিক আয়োজনের গুনগান। প্রতিবছর জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালেতে খুদে হাফেজদের তিলাওয়াত শুনতে আসতেন সুধীজন, গুরুজনরাও। মধুর তিলাওয়াত ও বিচারকদের কঠিন প্রশ্নোত্তরের অনুষ্ঠান শেষে ঘোষণা করা হতো বিজয়ীর নাম। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে এক বিরূপ পরিস্থিতির মধ্যে অনাড়ম্বরহীনভাবে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। বিচারকরা অনলাইনের মাধ্যমে ফনোলাইভে অনুষ্ঠানে যুক্ত হন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT