পাটগ্রামে বিদ্যুৎ এর দাবীতে মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিনিধি রবিবার বিকেল ০৪:৪৫, ১৬ জুন, ২০১৯
ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে লালমনিরহাটের পাটগ্রামে মোমবাতি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী স্থানীয় সাধারন জনতা।
শনিবার (১৫ জুন) রাত ১০টার দিকে পাটগ্রাম স্থানীয় চৌরাঙ্গী মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় বুড়িমারী স্থলবন্দরের অর্ধশতাধিক পণ্য বোঝাই ট্রাক আটকে যায়।
পাটগ্রাম শহরের ব্যবসায়ীরা তাদের দোকান-পাট বন্ধ রেখে রাস্তায় নেমে পড়েন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পাটগ্রাম বিদ্যুৎ উপ-কেন্দ্র ঘেরাও করতে গেলে অবস্থা বেগতিক দেখে গা ঢাকা দেয় সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের লোকজন।
বিক্ষোভ কারীরা বলছেন, লালমনিরহাটের পাঁচটি উপজেলার মধ্যে বেশি সময় ধরে পাটগ্রামে বিদ্যুৎ থাকে না। ফলে পাটগ্রাম পৌর উপজেলাসহ বুড়িমারী স্থলবন্দরে বিদ্যুতের দুরবস্থার কারণে সরকারের ব্যাপক উন্নয়ন ব্যাহত হচ্ছে।
এদিকে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করে ব্যর্থ হয় পরে খবর পেয়ে পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বিদ্যুতের সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশ্বাস দিলে বিক্ষোভ মিছিল ও অবরোধ তুলে তুলে নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন, পাটগ্রামসহ বুড়িমারী স্থলবন্দরে বিদ্যুতের সমস্যা লেগেই আছে। সেখানে এখানকার স্থানীয়রা অতিষ্ঠ হয়ে রাত সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল করে।