ঢাকা (সকাল ১১:০৮) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

পাটগ্রামে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবীতে মানববন্ধন

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock রবিবার রাত ১১:১৭, ৩০ জুন, ২০১৯

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : জেলার পাটগ্রাম উপজেলার বাউরা দাখিল মাদরাসায় অফিস সহকারী কাম-কম্পিউটার পদে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন আবেদনকারী চাকুরি প্রত্যাশীরা।
আজ, রোববার, ৩০ জুন দুপুরে বাউরা বাজারে লালমনিরহাট-বুড়িমারী সড়কের পাশে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন এলাকার চাকুরি প্রত্যাশীরা। এসময় বাউরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুস্ময় রায় তরুনসহ বেশ কয়েকজন নেতাকর্মী চাকুরি প্রত্যাশীদের সাথে একাত্বতা প্রকাশ করেন।
আবেদনকারী চাকুরি প্রত্যাশী শাকিল হোসেন বলেন, ‘বিগত ২ মে বাউরা দাখিল মাদরাসার অফিস সহকারী কাম-কম্পিউটার পদ শূন্য হওয়ায় ভারপ্রাপ্ত সুপার মতলুবর রহমান দুটি দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তবে, পত্রিকা দুটি পাটগ্রামে আসে না বলে আমরা আবেদন করতে পারিনি। তাই আমরা দাবি করছি আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের।’
মাদরাসাটিতে দিন দিন দুর্নীতি বাড়ছে জানিয়ে ছাত্রলীগ নেতা সুস্ময় রায় তরুন বলেন, ‘ওই প্রতিষ্ঠানের সুপার দূর্নীতির মামলায় বরখাস্ত আছেন। এরই মধ্যে ভারপ্রাপ্ত সুপার অফিস সহকারী কাম-কম্পিউটার পদে নিয়োগ দিতে অনেকটা গোপনে বিজ্ঞপ্তি দিয়েছেন। অপর ছাত্রলীগ নেতা স্বপ্নিল রায় স্বজল বলেন, এভাবে নিয়োগ কার্যক্রম চাকুরী প্রত্যাশিরা মেনে নিতে পারছেন না, একজন শিক্ষিত ব্যক্তিরকাছে এলাকাবাসী এটা আশা করেন নি।
ভারপ্রাপ্ত সুপার মতলুবর রহমান বলেন, ‘আমরা বহুল প্রচারিত জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি। ফলে এখন কে কী বলল সেটা আমাদের দেখার বিষয় না।’ রংপুরের দৈনিক আখিরা’তেও নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।
সাংবাদিক ও স্থানীয় পত্রিকা বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, ওই পত্রিকা দুটি দীর্ঘদিন ধরে বাউরাসহ পাটগ্রামে আসে না।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT