পাকিস্তানের রেলস্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ১৩
মেঘনা নিউজ ডেস্ক শনিবার সকাল ১১:৪০, ৯ নভেম্বর, ২০২৪
পাকিস্তানে বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় আজ শনিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটায় একটি রেলস্টেশনে এই বোমা বিস্ফোরণ হয়। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।
বর্তমানে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী হামলা এবং দক্ষিণে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের সঙ্গে লড়ছে পাকিস্তান।
পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট অব পুলিশ অপারেশন) মুহাম্মদ বালোচ বলেছেন, ‘পেশোয়ারগামী একটি ট্রেন তার গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছিল, তখনই রেলওয়ে স্টেশনের ভেতরে বিস্ফোরণটি ঘটে।’ কোনো গোষ্ঠী এখনো এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।