ঢাকা (রাত ২:০৭) শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

পদত্যাগের চেয়ে বেশী জরুরি হলো অশ্লীল ভিডিও গুলো সরানো

<script>” title=”<script>


<script>

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান শুধু মন্ত্রিত্ব নয়, সংসদ সদস্য (এমপি) পদ থেকেও পদত্যাগ করতে হবে।

তিনি আরও বলেছেন, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার চেয়ে তার ভাইরাল হওয়া ভিডিওগুলো অপসারণ একান্ত জরুরি।

সোমবার (৬ ডিসেম্বর) রাতে ব্যারিস্টার সুমন ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, ‘তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান কয়েকদিন ধরে টানা নারীদেরকে নিয়ে অশ্লীল কথা বলে যাচ্ছিলেন। এমনকি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েও মন্তব্য করেছেন। উনার ভাইরাল হওয়া ভিডিও একটিও সত্য হলে তার কোনো পদে থাকার অধিকার নেই। তিনি একজন সম্মানিত লোকের সন্তান। আমরা তার বাবাকে শ্রদ্ধা করি।

তিনি বলেন, খবর পেলাম একটু আগে তথ্য প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। এর মাধ্যমে প্রমাণ হলো, ‘পাপ বাপকেও ছাড়ে না।’

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT